গোলাপগঞ্জে মুসলিম হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে ঢেউটিন বিতরণ

গোলাপগঞ্জে মুসলিম হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় বাঘা ইউনিয়নের বাঘা উত্তরগাঁও মৌলভী বাড়িতে এ ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবী জাহাঙ্গীর আলম এবং মাওলানা জাফর ইকবালের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম কলিম, অগ্রণি ব্যাংক বন্দর বাজার শাখার সাবেক ম্যানেজার মখলিছুর রহমান, বাঘা মাদ্রাসার প্রবীন শিক্ষক মাওলানা এমদাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির সেলিম, ইসলামী ফাউন্ডেশন সিলেট জেলার প্রশিক্ষক মাওলানা আব্দুল আহাদ,  বাঘা গোলাপ নগর মোহাম্মদপুর  মাদ্রাসার মুহতামিম মাও. আমির উদ্দিন জালালী, কালাকোনা মদারসার মুহতামিম মাওলানা শামীম আহমদ, সমাজসেবী ইকবাল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাফওয়ান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মুসলিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

বক্তব্য রাখেন হাবিবুর রহমান, জুনেদ আহমদ, আব্দুর রহমান হিরা।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ময়না মিয়া, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, চেরাগ আলী, সোলাইমান আহমদ, আব্দুল হান্নান, সাঈদুর রহমান, নাহিদ আহমদ, সামছুল ইসলাম, মাহফুজ আহমদ। 

এসময় অসহায় ৩২টি পরিবারের মধ্যে দেড় বান করে ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ মাদ্রাসায় ১লক্ষ ৬০হাজার টাকা অনুদান ও শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের মাঝে নগদ ২০ হাজার টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top